kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

নারায়ণগঞ্জে দুটি মিষ্টির দোকানকে ৫৮ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৬ জুলাই, ২০১৯ ০১:৪০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে দুটি মিষ্টির দোকানকে ৫৮ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকার জগত্বন্ধু মিষ্টান্নভাণ্ডার ও গ্রামীণ মিষ্টান্নভাণ্ডারে এ অভিযান চালান জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান। 

মৌসুমী মান্নান জানান, সাত দিনের পোড়া ডালডা ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও দইয়ের বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০১৯-এর বিভিন্ন ধারায় জগত্বন্ধু মিষ্টান্নভাণ্ডারকে ৫০ হাজার টাকা ও গ্রামীণ মিষ্টান্নভাণ্ডারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতে একই রকম ভুল যাতে আর কখনো না হয় সে জন্য ওই দুটি দোকানকে সতর্ক করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা