kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল দশা

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০১৯ ০০:৫৭ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ

সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়ক এটি। এ সড়ক দিয়ে দুই উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল দশার ফলে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী রয়েছে। যার ফলে আজ রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। 

সড়কটির জগন্নাথপুর উপজেলার অংশে অত্যান্ত নাজুক অবস্থা থাকার কারণে শ্রমিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ইতিপূর্বে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনকে শ্রমিকদের পক্ষ থেকে আহবান করা হয়েছে বলেও দাবি করেছেন শ্রমিকরা।

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গের কাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, সম্প্রতি সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোনো সংস্কার কাজ হচ্ছে না।

ফলে গর্তে ভরা সড়ক বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে গতকাল রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা