kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

মুহূর্তেই দোতলা বাড়িটি তলিয়ে গেল শঙ্খ নদে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ জুলাই, ২০১৯ ২২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেমুহূর্তেই দোতলা বাড়িটি তলিয়ে গেল শঙ্খ নদে

ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন শঙ্খ নদীর তীরে এই দোতলা বাড়ির অবস্থান। প্রমত্ত শঙ্খ নদী আজ সোমবার ‌‌১১টায় বাড়িটি বিলীন হয়ে যায়। নদীর তীরবর্তী বাড়িটির পাশের মাটি বিলীন হয়ে যাওয়ার পর মুহূর্তেই বাড়িটি নদীগর্ভে হারিয়ে যায়।

বাজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল ইসলাম জানান চৌধুরী বাড়ির বাসিন্দা মো. খলিল সওদাগর এই দোতলা বাড়ির মালিক। তার বাড়ির পাশ ঘেঁষেই বয়ে গেছে প্রমত্ত শঙ্খ নদ। নদীতে এখন তীব্র স্রোত। স্রোতের টানে বাড়ির এক পাশের মাটি বিলীন হয়ে যায়।

এরপর আজ সোমবার বেলা ১১টায় বাড়িটি শঙ্খ নদী মুহূর্তের মধ্যেই বিলীন হয়। এই সময় বাসিন্দাদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তবে বাড়িটি বিলীন হওয়ার আগেই ওই বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসতে সক্ষম হন। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্যসাতদিনের সেরা