kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

নাট্যজন শান্তনু বিশ্বাস আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৩ জুলাই, ২০১৯ ০৩:৩৪ | পড়া যাবে ১ মিনিটেনাট্যজন শান্তনু বিশ্বাস আর নেই

নাট্যকার, নাট্য নির্দেশক, সংগীতশিল্পী, গীতিকার ও নাট্য অভিনেতা শান্তনু বিশ্বাস (৬৯) আর নেই। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শান্তনু বিশ্বাস মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে নাটক লেখা, অভিনয় ও নির্দেশনা শুরু করেন। ১৯৭৬ সালের দিকে কয়েকজন নাট্যকর্মীসহ অঙ্গন থিয়েটার গড়ে তোলেন। ‘কালো গোলাপের দেশ’ তাঁর লেখা প্রথম নাটক। 

এর আগে তিনি ‘অঙ্গন’ ও ‘গণায়ন’ নাটকে অভিনয় করে পরিচিতি পান। তৃতীয় নাটক ‘নবজন্ম’তে তিনি নির্দেশনা আবহও তৈরি করেন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা তাঁর ভিন্ন আঙ্গিকের নাটক ‘ইনফরমার’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া তিনি অনেক বিদেশি নাটক অনুবাদ ও রূপান্তর করেছেন। 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শান্তনু বিশ্বাসের গানের বই ‘গানের কবিতা- খোলাপিঠ’ প্রকাশিত হয় । এ ছাড়া সংগীত নিয়ে তিনি বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের নাট্যাঙ্গনের কলাকুশলীরা গভীর শোক প্রকাশ করেছেন। 

মন্তব্যসাতদিনের সেরা