kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

ফটিকছড়ি ও হাটহাজারীতে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৯ ০৩:১০ | পড়া যাবে ১ মিনিটেফটিকছড়ি ও হাটহাজারীতে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

ফটিকছড়ি ও হাটহাজারীতে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে ইমাম হোসেন (৭) ও মুহাম্মদ আদনান (১৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল সকালে হঠাৎ করে বন্যার পানিতে পড়ে গিয়ে মারা যায় শিশু ইমাম হোসেন। সে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর গ্রামের নোয়াপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর কাটিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে আদনান নামে এক শিক্ষার্থী। আদনান নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার কাসেম গোমস্তার বাড়ির নুরুল আবছারের ছেলে। 

মন্তব্যসাতদিনের সেরা