kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

চলে গেলেন অধ্যাপক মনোয়ার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৯ ০১:১৪ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন অধ্যাপক মনোয়ার হোসেন

অধ্যাপক সৈয়দ মনোয়ার হেসেন। ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক সৈয়দ মনোয়ার হেসেন মারা গেছেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শুক্রবার ঢাকার ধানমন্ডিতে নিজের বাসভবনে মনোয়ার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মনোয়ার হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন (প্রশাসন) বলেন, ‘আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে তার পরলোক গমনে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

শনিবার (আজ) সকালে ঢাকার নবাবগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা