kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিবেশীর লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলেন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৯ ০০:৪০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিবেশীর লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলেন

আমিনুল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবেশীর মৃত্যুর খবর পেয়ে শান্তনা দিতে ও লাশ দেখতে গিয়ে সাপের দংশনে আমিনুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে। নিহত আমিনুল ইসলাম ছয়বাড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী নিজাম উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে শান্তনা জানাতে ও লাশ দেখতে পায়ে হেটে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞাত সাপে দংশন করে। পরে বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে প্রতিবেশীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা