kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

উল্লাপাড়ায় ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

২৭ জুন, ২০১৯ ১০:০৩ | পড়া যাবে ১ মিনিটেউল্লাপাড়ায় ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধা মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। এর পর তারা পুলিশে খবর দেয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা