kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৬ জুন, ২০১৯ ২২:২১ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা

ময়মনসিংহের ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, স্থানীয় সংসদ সদস্যর প্রতিনিধি, অধ্যাপক হাবিবুর রহমান, ফুলপুর থানার নবাগত ওসি ইমারত হোসেন গাজী, পৌর মেয়র আমিনুল হক, ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রৌশন আরা বেগম, ব্যবসায়ী প্রতিনিধি লাল মিয়া তালুকদার, প্রেস ক্লাব প্রতিনিধি নুরুল আমিন, স্থানীয় গণ্যমান্য প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতারা।

আইনশৃঙ্খলা নিয়ে মাসিক গুরুত্বপূর্ণ এ সভায় মাদক, জুয়া, ইভটিজিং, হত্যা, ধর্ষণ ও গুমসহ সমাজের সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় সরকারি-বেসরকারি অফিস, বাসা এবং পৌরশহরে বখাটেদের উৎপাত যাতে না হয় পুলিশ বাহিনীকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নবাগত ওসি ইমারত হোসেন গাজী কমিটির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা