kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

আশুতোষ কলেজে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়াধাওয়ি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৬ জুন, ২০১৯ ০২:২৪ | পড়া যাবে ১ মিনিটেআশুতোষ কলেজে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়াধাওয়ি

চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তাতে আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে এসব ঘটনা ঘটে।
 
আহত দুজন হলেন আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এস এম ইয়াছিন ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমরান আদনান।
 
সংগঠনের নেতাকর্মীরা জানায়, কলেজ ছাত্রলীগের সভাপতি সঞ্জয় ভঞ্জের সমর্থকদের সঙ্গে গতকাল দুপুরে আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমানের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। এরপর সঞ্জয়ের সমর্থকরা ইয়াছিন ও আদনানকে মারধর করে। খবর পেয়ে নোমানের অনুসারীরা এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।
 
কলেজের অধ্যক্ষ সাগর কান্তি বলেন, ক্যাম্পাসের বাইরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে। ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্যসাতদিনের সেরা