kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

হালদা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৫ জুন, ২০১৯ ২২:২৬ | পড়া যাবে ১ মিনিটেহালদা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় হালদা নদী থেকে ইমতিয়াজ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বংশাল এলাকার হালদা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে খেলার সময় অসাবধানতাবশত শিশু ইমতিয়াজ হালদা নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার ফরহাদাবাদ বংশাল এলাকার হালদায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে। নিহত ইমতিয়াজ নাজিরহাট বাজার এলাকার রহমত উল্লাহ ড্রাইভারের ছেলে।
 
হাটহাজারী মডেল থানার এ এস আই আলাউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা