kalerkantho

বুধবার । ২৪ জুলাই ২০১৯। ৯ শ্রাবণ ১৪২৬। ২০ জিলকদ ১৪৪০

জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২৫ জুন, ২০১৯ ১৫:০৪ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত গিয়াস মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন মনোয়ার আলী (২৬) গত সোমবার দুপুরের দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরের একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়। এ সময় ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) নব কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। স্থানীরা বলেছেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য