kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

চবিতে দিনেদুপুরে ছিনতাইয়ের শিকার ছয় শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ জুন, ২০১৯ ১৬:৩৮ | পড়া যাবে ১ মিনিটেচবিতে দিনেদুপুরে ছিনতাইয়ের শিকার ছয় শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ছয় শিক্ষার্থী। আজ সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দেন।

ছিনতাইয়ের শিকার রসায়ন বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল গাজী বলেন, দুপুর দেড়টার দিকে পদার্থবিদ্যা বিভাগের ৬ জন বন্ধু মিলে নির্মাণাধীন অতীশ দীপঙ্কর হলের দিকে ঘুরতে যাই। এ সময় হঠাৎ ৪ জন ছিনতাইকারী রামদা নিয়ে আমাদের আক্রমণ করে ৫টি মোবাইল ও আমাদের সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা