kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

২১ জুন, ২০১৯ ০১:২৫ | পড়া যাবে ১ মিনিটেফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আটক আবদুস সালাম ছত্রাজিতপুর ইউনিয়নের মোসলেম উদ্দীনের ছেলে। 

বৃহস্পতিবার মনিরুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণার পর বিকেলে নিজ বাড়ি হতে আটক করা হয় তাকে। এ সময় তার কাছ হতে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। 

শিবগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার জানান, ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যা মামলার আদালত রায় ঘোষণা করেন বৃহস্পতিবার দুপুরে। এ মামলায় পলাতক আবদুস সালামসহ ৯ জনকে ফাঁসির আদেশ দেন। পরে পুলিশ তাকে নিজ বাড়ি হতে আটক করে। 

২০১৪  সালের ২৪ অক্টোবর সোনামসজিদ স্থলবন্দরের সিআ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুব লীগ নেতা মনিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে দাওয়াত খাওয়ানোর নাম করে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে গুলি করে হত্যা করে।

মন্তব্যসাতদিনের সেরা