kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

বাঘায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিফ গাড়ি

মো. লালন উদ্দীন, বাঘা, রাজশাহী   

২০ জুন, ২০১৯ ২২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেবাঘায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিফ গাড়ি

রাজশাহীর বাঘা উপজেলা চত্বরের খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিপ গাড়ি। মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে অকেজো অবস্থায় সরকারি জিপ গাড়িটি বছরের পর বছর ধরে পড়ে আছে।

সংশিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উপজেলা নির্বাহী অফিসারদের নতুন করে গাড়ি বরাদ্দ দেয় সরকার। সেই থেকে জিপ গাড়িটি পড়ে রয়েছে। এখানে সেখানে রাখতে রাখতে কয়েক বছর ধরে গাড়িটির স্থান হয়েছে মহিলা বিষয়ক অফিস চত্বরে। উপজেলা প্রশাসনের নজরদারি ও রক্ষণাবেক্ষণ এবং অকেজো গাড়িটি কোন নিরাপদ স্থানে অপসারণের কোনো উদ্যোগ না থাকায় মূল্যবান গাড়িটি তিলে তিলে ক্ষয় হচ্ছে। 

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, জিফ গাড়িটি আমি দেখেছি। গাড়িটি উপজেলা পরিষদের। সরকারি গাড়ি হলে পরিবহন পুলে পাঠিয়ে দিতাম। এটা উপজেলা পরিষদের গাড়ি। উপজেলা গাড়ির রক্ষণাবেক্ষণ নীতিমালা না থাকায় উপজেলা চত্বরে রাখা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা