kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

শেরপুরে ট্রাকচাপায় আহত কাঠ ব্যবসায়ীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি   

২০ জুন, ২০১৯ ০৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরে ট্রাকচাপায় আহত কাঠ ব্যবসায়ীর মৃত্যু

শেরপুর শহরের অস্টমিতলা এলাকায় ট্রাকচাপায় আহত কাঠ ব্যবসায়ী ২৮ ঘণ্টা পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মঙ্গলবার দিবাগত ভোর ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে শেরপুর-বনগাঁ সড়কের পাশে শহরের অস্টমীতলা এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন দুই ভাই বিপুল মিয়া (৩৫) ও আমিন মিয়া (৪২)। এ সময় ময়মনসিংহ থেকে শ্রীবরদীগামী ইমাদ এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক তাদের দুই ভাইকে চাপা দিলে ঘটনাস্থলেই ছোট ভাই বিপুল মিয়া নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দিবাগত ভোরে তার মৃত্যু ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা