kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

পুলিশের পিস্তল খোয়া

ডুমুরিয়ার এএসআই সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা    

১৯ জুন, ২০১৯ ০৫:০৪ | পড়া যাবে ১ মিনিটে



ডুমুরিয়ার এএসআই সাময়িক বরখাস্ত

পিস্তল খোয়ানোর দায়ে খুলনার ডুমুরিয়ার এএসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের সময় ১২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল খুইয়েছেন নাজমুল হক। তাঁর  দাবি, বানিয়াখালি স্কুলের অফিস রুমে ব্যাগ রেখে তালা বন্ধ করে দুপুরের নামাজ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে রুম তালা বন্ধ থাকলেও তার ব্যাগে পিস্তল ছিল না।

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, পিস্তল হারানোয় নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় স্কুলের দপ্তরি সঞ্জিব কুমার রাহা ও রাজমিস্ত্রির একজন সহকারী বুলবুলকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ডুমুরিয়ায় গতকাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্য



সাতদিনের সেরা