kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে সাত লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ জুন, ২০১৯ ০৪:৫৪ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে সাত লাখ শিশু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২২ জুন শনিবার চট্টগ্রামের ১৪টি উপজেলায় সাত লাখ ৫৮ হাজার ২৪২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৮৪ হাজার ৫০৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ছয় লাখ ৭৩ হাজার ৭৩৫ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১৪টি উপজেলার ২০০টি ইউনিয়নের চার হাজার ৮৩০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানান।

ওই দিন সব শিশুকে ভরা পেটে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

মন্তব্যসাতদিনের সেরা