kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

শিবালয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৯ জুন, ২০১৯ ০২:৪০ | পড়া যাবে ১ মিনিটেশিবালয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি চালিত অটোরিকশা (হ্যালোবাইক) চাপায় নুপুর আক্তার (৯) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বেলায়েত স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নুপুর মানিকগঞ্জ সদর উপজেরার বড়শুরন্ডী এলাকার নজর আলীর মেয়ে ও শিবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এছাড়া নিহত ওই শিশু পরিবারের সঙ্গে শিবালয়ের নতুন পাড়া গিয়াসের বাড়ি ভাড়া থাকতো।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন,  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলায়েত স্কুলের সামনে নুপুর রাস্তা পাড় হতে ছিল। এ সময়  আরিচাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা (হ্যালোবাইক) তাকে চাপা দেয়। পরে হাসপালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই সিএনজি চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে। শিবালয় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা