kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

কুলাউড়ায় অর্ধলক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

১৯ জুন, ২০১৯ ০১:০৩ | পড়া যাবে ১ মিনিটেকুলাউড়ায় অর্ধলক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: কালের কণ্ঠ

আগামী ২২ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কুলাউড়া উপজেলায়। 

গতকাল মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ  এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হক সংক্ষেপে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সফলভাবে কর্মসূচি সমাপ্তকরণে সহযোগিতার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

মন্তব্যসাতদিনের সেরা