kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ছেলের কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল বাবার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

১৯ জুন, ২০১৯ ০০:৫২ | পড়া যাবে ২ মিনিটেছেলের কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল বাবার

প্রতীকী ছবি

ছেলে মানিক মিয়া কাটার শ্রমিক। ওই ছেলের কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা আবুল হাসেম (৭৫)। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গী পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল হাশেম উপজেলার নাটিঙ্গী গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হাশেম দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার নাটিঙ্গী পূর্ব পাড়া গ্রামে বাস করে আসছেন।
 
তার ছেলে মানিক মিয়া মঙ্গলবার বিকালে ওই গ্রামের দিশা ব্যাংক দোল্লাই নবাবপুর শাখার দক্ষিণ পাশে মোবারকের জায়গায় অনেক পুরনো শুকনো একটি গাছ কাটার কাজ করছিলেন।

ছেলের খোঁজ নিতে এসেছেন বাবা আবুল হাসেম। সকলের সঙ্গে কথোপকথনে মগ্ন তিনি। এদিকে ছেলে মানিক মিয়াসহ অন্যান্য শ্রমিকরাও কথোপকথনের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

বিধিবাম! হঠাৎ কাটা গাছটি পড়ে গেলে গাছের নিচে চাপা পড়েন বৃদ্ধ বাবা আবুল হাসেম।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে নবাবপুর বাজারের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাশেম ৫ ছেলে ও ২ মেয়ের জনক।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল ফয়সল জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্যসাতদিনের সেরা