kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

সোনারগাঁয়ে ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৮ জুন, ২০১৯ ২১:৩৪ | পড়া যাবে ১ মিনিটেসোনারগাঁয়ে ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ মঙ্গলবার ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বন্দর নৌ ফাঁড়ির পুলিশকে খবর দেন। বন্দর নৌ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ সোনারগাঁ থানাকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যুবকটি গায়ে সাদার মধ্যে হালকা মেরুন রংয়ের একটি টিশার্ট, কালো রঙের একটি জিন্স প্যান্ট ও হাতে একটি বেল্টের ঘড়ি পরিহিত ছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা