kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাতার আত্মহত্যা!

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

১৮ জুন, ২০১৯ ১৯:৫৩ | পড়া যাবে ২ মিনিটেশ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাতার আত্মহত্যা!

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের নাজমুল হোসেন দামুড়হুদার কাদিপুর গ্রামে শশুরবাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

নাজমুল ইসলাম বোয়ালমারি গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি ঢাকায় এক কোম্পানির সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। আজ মঙ্গলবার দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, বছর দশেক আগে নাজমুলের বিয়ে হয় দামুড়হুদার কাদিপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে নাজমা খাতুনের সাথে। তাদের নাজমিন ও হ্যাপি নামে দুই কন্যা সন্তান রয়েছে। চাকুরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। ছুটি শেষ হওয়ায় আগে স্ত্রী সন্তানদের নিয়ে সোমবার দুপুরে শশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যান। সকালে উঠে শশুর বাড়ির লোকজন দেখেন ঘরের পাশে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে নাজমুল ঝুলে রয়েছে।

নাজমুলের স্ত্রী সোনিয়া জানান, রাতে খাওয়া দাওয়া শেষ ঘুমাতে যায় ও রাত ২টা পযন্ত আমরা গল্প করি তার পর আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে বাথরুমে যাওয়ার পথে দেখি আমার স্বামী আমাদের ঘরের আড়ার সাথে ঝুলে আছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মন্তব্যসাতদিনের সেরা