kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

বিড়িকে কুটির শিল্প ঘোষণার দাবিতে শেরপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি   

১৮ জুন, ২০১৯ ১৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেবিড়িকে কুটির শিল্প ঘোষণার দাবিতে শেরপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিড়ির ওপর শুল্ক কমিয়ে বিড়ির দাম কমানো, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণাসহ ৮ দফা দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

১৮ জুন মঙ্গলবার সকাল ১১টায় শহরের নবীনগর বাস টার্মিনালসংলগ্ন শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধকালে বিড়ি শ্রমিকরা রাস্তায় বসে পড়ায় প্রায় আধাঘণ্টা শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। 

এ সময় সংযুক্ত শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি তালাত মাহমুদ, বিড়ি শ্রমিক ফেডারেশনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা, শ্রমিক নেত্রী সুমিতা দেবী প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। 

মানববন্ধনে শ্রমিকরা সরকারের কাছে তাদের ৮ দফা দাবি পূরণের মধ্যে বিড়িকে কুটির শিল্প ঘোষণারও দাবি জানায়।

মন্তব্যসাতদিনের সেরা