kalerkantho

বুধবার । ১৭ জুলাই ২০১৯। ২ শ্রাবণ ১৪২৬। ১৩ জিলকদ ১৪৪০

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি    

১৮ জুন, ২০১৯ ১৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাওয়ার টিলার উল্টে রিপন মিয়া (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার একটি সড়ক দিয়ে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া তার পাওয়ার টিলার নিয়ে পৌরশহরে আসার পথে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ওঠার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

মন্তব্যসাতদিনের সেরা