kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত

সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের পুরো প্যানেল বিজয়ী

নরসিংদী প্রতিনিধি   

১৭ জুন, ২০১৯ ২৩:১৫ | পড়া যাবে ২ মিনিটেনরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) ৭তম নির্বাচন। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা নরসিংদী বিয়াম জিলা স্কুলে নির্বাচনের ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল সাধারণ শ্রেণির ৯৫৪ জন, সহযোগী শ্রেণির পরিচালক পদে ৬৪১ জন। 

জেলার ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনে এবারের নির্বাচনে বর্তমান কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন হোসেন শিশিরের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্যপরিষদ প্যানেল থেকে ১২ জন ও এ কে ফজলুল হক এর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলের ৯ জনসহ মোট ২১ জন সাধারণ শ্রেণির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর মো. আজিম সম্মিলিত ব্যবসায়ী ঐক্যপরিষদের পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন।

সাধারণ শ্রেণীতে বিজয়ীরা হলেন - মো. কাজিম উদ্দিন (প্রাপ্ত ৭০৪ ভোট), মো. রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬৬১), আল আমিন রহমান (প্রাপ্ত ভোট ৬৪৪), মো. আব্দুল কাইউম মোল্লা (প্রাপ্ত ভোট ৬৩৩), মো. মমিন মিয়া (প্রাপ্ত ভোট ৬৩০), মোতালেব হোসেন (প্রাপ্ত ভোট ৬১০), আলী হোসেন শিশির (প্রাপ্ত ভোট ৫৯২), মো. নাজমুল হক ভুঁইয়া (প্রাপ্ত ভোট ৫৮৪), আল মুজাহিদ হোসেন তুষার (প্রাপ্ত ভোট ৫৬৬), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (প্রাপ্ত ভোট ৫৬২), পরেশ সূত্রধর (প্রাপ্ত ভোট ৫৩৭), মো. নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন (প্রাপ্ত ভোট ৫১১)। 

সহযোগী শ্রেণিতে ৬ জনের প্যানেল গঠন করে নির্বাচন করে পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছেন। এরা হলেন- জাকির হোসেন, মো. নুরে আলম সিদ্দিকি, সাইফুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম পলাশ, মো. আনিসুর রহমান ভুঁইয়া ও মো. হাসিব আহমেদ মোল্লা। 

এছাড়া সহযোগী শ্রেণিতে দুইজন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হয়েছেন।  

মন্তব্যসাতদিনের সেরা