kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পানিতে ডুবে মারা গেলেন মৃগী রোগী যুবক

মেহেরপুর প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ১৮:২১ | পড়া যাবে ১ মিনিটেপানিতে ডুবে মারা গেলেন মৃগী রোগী যুবক

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে পানিতে ডুবে আজমল হোসেন (৩২) নামের এক যুবক মারা গেছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক আজমল হোসেন মৃগী রোগী ছিলেন। তিনি একই গ্রামের কামাল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, আজমল হোসেন সকালের দিকে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় মাঠের একটি পুকুরে নেমে গোসল করার সময় তার মৃগী রোগের প্রভাব শুরু হয়। এ সময় তিনি ওই পুকুরের পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

মন্তব্যসাতদিনের সেরা