kalerkantho

শনিবার । ২০ জুলাই ২০১৯। ৫ শ্রাবণ ১৪২৬। ১৬ জিলকদ ১৪৪০

সামাজিক অপরাধ নির্মূলে চাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুর প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ১৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসামাজিক অপরাধ নির্মূলে চাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ

আইনের প্রয়োগ না করেও অনেক অপরাধ নির্মূল করা সম্ভব। তাই আসুন জনসচেনতা বৃদ্ধি করে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিংকে না বলি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে এই নিয়ে রবিবার দুপুরে যানবাহন চালকদের মাঝে সচেতনামূলক সভা ও যানবাহনে স্টিকারযুক্ত করা হয়। 

চাঁদপুর জেলা যৌন হয়রানি নির্মূল নেটওয়ার্ক কমিটির আয়োজনে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলওয়ার হোসেন, সদস্যসচিব কালা চাঁদ দাস, পৌরসভার নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াস, সমাজকর্মী মনিন্দ্র বর্মণ, পাপড়ি বর্মণ প্রমুখ।

এ সময় ছোট-বড় এমন কয়েক শ যানবাহনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং স্লোগানের স্টিকারযুক্ত করা হয়।  

মন্তব্যসাতদিনের সেরা