kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

খোঁজ মিলল স্কুলছাত্রের, তবে মৃত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ১৪:২৬ | পড়া যাবে ১ মিনিটেখোঁজ মিলল স্কুলছাত্রের, তবে মৃত

নিখোঁজের একদিন পর পারকি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ স্কুলছাত্র কায়সার মোহাম্মদ মিনহাজ (১৫) এর লাশ খাল থেকে উদ্ধার করেছে জেলে ও স্থানীয়রা। রবিবার দুপুর ১২টায় পারকি সমুদ্রসৈকত থেকে মিনহাজের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রাম থেকে ১৬ জন বন্ধু নিয়ে মাইক্রোবাসযোগে বেড়াতে আসেন পারকি সৈকতে। বন্ধুদের সাথে ফুটবল নিয়ে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মিনহাজ। সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ও জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। 

রবিবার দুপুর ১২টায় ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নিখোঁজের লাশ ভেসে উঠলে জেলে ও স্থানীয়রা উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা দুলাল মিত্র বলেন, রবিবার দুপুরে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে ফটিকছড়ি থেকে পারকি সমুদ্রসৈকতে আসে। সৈকতে গোসল করতে নেমে হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যায় সে।

মন্তব্যসাতদিনের সেরা