kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০৩:২০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল শনিবার উপজেলার কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম মো. রাজু মাঝি (১৪)। সে স্থানীয় ভাগ্যকূল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরের দিকে রাজু প্রতিবেশীর বাড়িতে একটি জাম গাছের ডাল কাটতে যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।

মন্তব্যসাতদিনের সেরা