kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

জেঠাকে বেঁধে পিটুনি

মামলার পর ভাতিজাসহ গ্রেপ্তার ২

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০২:১৭ | পড়া যাবে ১ মিনিটেমামলার পর ভাতিজাসহ গ্রেপ্তার ২

হাটহাজারীর ধলই ইউনিয়নে রশি দিয়ে বেঁধে ৬০ বছর বয়সী জেঠা মো. হাসেমকে পিটুনির ঘটনায় ভাতিজা ও ভাইয়ের স্ত্রীকে (ভাতিজার মা) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে মো. হাসেমের এক ভাই হাটহাজারী মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করলে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আহত মো. হাসেমের ছোট ভাই কাসেমের ছেলে নির্যাতনে অভিযুক্ত সজীব (১৮) ও তাঁর মা আমেনা খাতুন। ঘটনার মূল হোতা সজীবের ভাই সাগর (২৩) পলাতক রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পশ্চিম ধলই গ্রামের হিম্মত্ চৌধুরীর বাড়িতে গরু ঘাস খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে মো. হাসেমকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন সাগর ও সজীব। এতে গুরুতর আহত হাসেম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্যসাতদিনের সেরা