kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

চাঁদপুরে পানি সম্পদ উপমন্ত্রী

নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি    

১৬ জুন, ২০১৯ ০০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে

ছবি: কালের কণ্ঠ

সারা দেশে চলতি বছর থেকেই নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামুীম। শনিবার চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী শামীম আরো বলেন, বর্ষায় প্লাবন এবং বন্যাকে সামনে রেখে সারা দেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে  নদীভাঙন কবলিত ২২টি এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব এলাকায় নদীভাঙন প্রবণ সেসব এলাকায় কর্মকর্তাও সংখ্যাও বাড়ানো হয়েছে। ধনাগোদা সেচ প্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫০০ কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন তিনি। পানি সম্পদ উপমন্ত্রী দিনভর মতলব উত্তরের অবস্থান শেষে কয়েকটি পথসভায় যোগ দেন।

এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিক এম ইসফাক আহসান চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সরকারি প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা