kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

অভয়নগরে মিল শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০০:০৩ | পড়া যাবে ১ মিনিটেঅভয়নগরে মিল শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে মিল শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ভৈরব নদের সঙ্গে সংযুক্ত আমডাঙ্গা খালের রেলওয়ে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি অভয়নগর থানায় রাখা হয়েছে। 

অভয়নগর থানা সূত্র জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার থানায় এসে লাশটি শনাক্ত করলে জানা যায়, নিহতের নাম রহিম। বয়স আনুমানিক ৪৫।

তিনি ঝিনাইদহের মহেশপুরে আল হিকমা ইসপিনিং মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। কয়েকদিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। 

এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে কথা হলে আপাতত কিছুই জানাতে পারবে না বলে জানায়। 

মন্তব্যসাতদিনের সেরা