kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

শরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

১৫ জুন, ২০১৯ ০৩:১১ | পড়া যাবে ১ মিনিটেশরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন উত্তর সোনাতলা গ্রাম থেকে ১৫ ফুট লম্বা ও এক মণ ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রুহুল আমিন মুন্সীর বাড়ির একটি হাঁসের খোপের ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ২৪ নম্বর কম্পার্টমেন্টের ভোলা ফরেস্ট ক্যাম্পের বনে সাপটি অবমুক্ত করা হয়।

ভোলা সিপিজির টিম লিডার মো. খলিল জমাদ্দার ও ভিটিআরটির টিম লিডার জাহাঙ্গীর হোসেন হিরু জানান, গতকাল সকালে সোনাতলা গ্রামের রুহুল আমিন তাঁর হাঁসের খোপের ভেতরে একটি অজগর দেখা গেছে বলে মোবাইল ফোনে জানান। এ সময় দ্রুত ওই বাড়িতে গিয়ে হাঁসের খোপ থেকে অজগরটিকে ধরা হয়। এ সময় সাপটি তৃতীয় একটি হাঁস খাওয়ার চেষ্টা করছিল। পরে সাপটিকে ভোলা ক্যাম্পের বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়। 

পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, অজগরটি ভোলা ক্যাম্পের ওসি শাহজাহান মোল্লার নেতৃত্বে ২৪ নম্বর কম্পার্টমেন্টের বনে অবমুক্ত করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা