kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ভাইয়ের বদলে ভাইয়ের কারাবাস, মুক্তি পেলেন সজল

বিশেষ ব্যবস্থায় রাতেই মুক্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৫:১৮ | পড়া যাবে ২ মিনিটেভাইয়ের বদলে ভাইয়ের কারাবাস, মুক্তি পেলেন সজল

রাজশাহীতে ভাইয়ের দোষে প্রায় দেড় মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ডাব বিক্রেতা সজল মিয়া (৩৪)।

আদালত থেকে অব্যাহতির আদেশের অনুলিপি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে বুধবার রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী রাজশাহী কারাগার থেকে সন্ধ্যার পর বন্দিদের মুক্তি দেওয়া হয় না। তবে সজল মিয়াকে রাতেই বিশেষ ব্যবস্থায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে সজলের মুক্তির বিষয়টি গতকাল গণমাধ্যমে জানানো হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

আজ বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার বড় ভাইয়ের স্থলে গ্রেফতার হওয়া ডাব বিক্রেতা সজল মিয়াকে (৩৪) দায় থেকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে আসামি না হয়েও কেন ভাইয়ের বদলে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হিসেবে সজলকে গ্রেফতার করা হয়েছিল সেজন্য মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (প্রথম) বিচার মো. মনসুর আলম এ আদেশ দেন। আদেশে ওসিকে সাত দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা