kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার আইজির হিলি সীমান্ত পরিদর্শন

হিলি প্রতিনিধি   

১২ জুন, ২০১৯ ১৭:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার আইজির হিলি সীমান্ত পরিদর্শন

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বিজিবির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিলিগুড়ি নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আজমল শিং কাতাথ।

বুধবার দুপুর সোয়া ১২টায় তিনি হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। এ সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার তাঁকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফল ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সহিত কুশল বিনিময় করেন এবং সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর পরে তিনি সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ ও বিজিবির কর্মকাণ্ড, দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 

এ সময় সেখানে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টি জে সিমথি ও পতিরাম ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক বি এস নেগি, হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সংগ্রাম শিং এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়াসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা