kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঋষিঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান ও দশহারা মেলা

হিলি প্রতিনিধি   

১২ জুন, ২০১৯ ১৭:১৩ | পড়া যাবে ২ মিনিটেঋষিঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান ও দশহারা মেলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর সঙ্গমস্থল ঋষিঘাটে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দশহারা বারুণী মেলা। দশহারা বারুণী মেলায় হাজারো ভক্ত গঙ্গায় পুণ্যস্নানে সমবেত হয়েছে। এ নদীর জল হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র হওয়ায় আদিকাল থেকেই এ মেলা চলে আসছে। 

আজ বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। সেই আদিকাল থেকেই করতোয়া নদীর জল হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র। হিন্দু ধর্মাবলম্বী ভক্তগণের বিশ্বাস- দশহারায় করতোয়া নদীর স্নান খুবই পুণ্যের। এ স্নানে পাপ মোচন হয়। এ বিশ্বাস নিয়েই সুদীর্ঘকাল ধরে এ স্নানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশসহ ভারত উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন ঘোড়াঘাটের ঋষিঘাটে চন্দ্র মাসের শুল্ক পক্ষের দশম তিথীতে দশহারা বারুণী মেলায়। এ কারণে প্রত্যন্ত অঞ্চল হতে এ উৎসবে আগত হাজারো মানুষের সমাবেশ হয়ে ওঠে মহামিলনকেন্দ্রে। 

এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসেন কেনাকাটার জন্য। এ মেলায় চিত্তবিনোদনের জন্য আছে নাগরদোলা, পুতুল নাচ ও শিশু খেলনা। শাখা সিঁদুর, মিষ্টি, তালপাখা, প্রসাধনীসহ ঘর গৃহস্থলির সব কিছুই এখানে কিনতে পাওয়া যায়।

এ পুণ্যস্নান উপলক্ষে ঋষিঘাটের প্রায় ১ বর্গকিলোমিটার তীর্থস্থানটি বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ ও পুণ্যার্থী মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। স্নান সম্পন্ন করার পর কেন্দ্রীয় মন্দিরে গঙ্গাপূজা ও ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবার পর প্রসাদ বিতরণ হয়। দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলার বিশৃঙ্থলা এড়াতে পুলিশ, গ্রাম্য পুলিশ ও আনসার রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা