kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঝালকাঠিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি   

১২ জুন, ২০১৯ ১৬:৫১ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

ঝালকাঠিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রাতে ঝালকাঠি উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাঈম হাওলাদারকে (১৪) গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী এক শিশু কন্যাকে নাঈম হাওলাদার তার খালি বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণেরেচষ্টা করে নাঈম। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুঁটে আসলে নাঈম পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই নাঈমকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করে। নাঈম বিকনা এলাকার মনির হোসেনের ছেলে। 

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গ্রেপ্তার হওয়া নাঈমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা