kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি মুফিজুর নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

৩ জুন, ২০১৯ ০৮:৫১ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি মুফিজুর নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল হতে অস্ত্র, ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৩ জুন) প্রথম প্রহরে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশের হাতে আটক উপজেলার হোয়াইক্যং কাটাখালীর সাবেক মেম্বার গোলাম আকবরের পুত্র ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মুফিজুর রহমান প্রকাশ মফিজ (৪১) কে নিয়ে তার আস্তানায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে গেলে মুফিজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও  আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে হামলাকারীরা পিছু হঠলে ঘটনাস্থলে  অস্ত্র, বুলেট ও ইয়াবা, মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

আহতদের দ্রুত  উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মুফিজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। হাসপাতালে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্যে  মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা