kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

কালের কণ্ঠের সংবাদে আইন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৬ মে, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠের সংবাদে আইন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড (লিখিত ও মৌখিক পরীক্ষা) স্থগিত করেছে প্রশাসন। আগামীকাল বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ দেখিয়ে তা বন্ধ করে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের আইনগত জটিলতা নিয়ে গতকাল শনিবার দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘আইন বিভাগে বেআইনি নিয়োগ বোর্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে আইনি বিষয়গুলো খতিয়ে দেখে কতৃপক্ষ। পরবর্তীতে অনিবার্যকারণ দেখিয়ে বোর্ডটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘অনিবার্য কারণবসত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুষ্ঠিতব্য শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বোর্ডের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘আমরা সকল প্রার্থীকে মুঠোফোনে বোর্ড স্থগিত করার বিষয়টি জানিয়েছি। নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের কাছে লিখিত কপিও পাঠানো হবে।’ 

মন্তব্যসাতদিনের সেরা