kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে স্বপ্নের দোকান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৬ মে, ২০১৯ ১৪:২৫ | পড়া যাবে ২ মিনিটেসুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে স্বপ্নের দোকান

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে স্বপ্নের দোকান। শনিবার দুপুরে স্বপ্নের দোকান ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্কে পথশিশুদেরকে একদম ফ্রিতে নতুন জামা-কাপড় দেয়। স্বপ্নের দোকান ময়মনসিংহের টিম লিডার হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। টিম সদস্য হিসেবে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন বণিক, সাখাওয়াত হোসেন, মাহিন মির, শ্রীকান্ত সাহা, সংগা আড়েং ও নিপুণ। এ স্বপ্নের দোকানের উদ্যোক্তা নাঈম জামান।

টিম লিডার আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, ঈদ সবার জন্য, আমাদের যেমন নতুন জামার দরকার হয় ওদেরও তো দরকার। ইচ্ছে থাকা সত্ত্বেও ওদের নতুন জামা কেনার সামর্থ্য থাকে না। ওদের মুখে সামান্য কিছু হাসি ফোটানোর জন্যই আমাদের এই চেষ্টা আর আমাদের মনের শান্তির জন্যই শুধুমাত্র একদিনের এই দোকান। স্বপ্নের দোকান সব দোকান থেকে আলাদা, তার কারণ এই দোকানের ক্রেতারা শুধু পথশিশুরা। যারা ঠিকমতো ঈদের জামাটা পায় না, তারা এই দোকানে এসে নিজের ইচ্ছেমতো জামা-কাপড় পছন্দ করে, তারপর সেটা ট্রায়েল দিয়ে কিনে নেয় একদম ফ্রিতে। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটানোর।

মন্তব্যসাতদিনের সেরা