kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাগেরহাটে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি   

২৬ মে, ২০১৯ ০৪:০৮ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ার তেকাটিয়া গ্রামে আকস্মিক বজ্রপাতে মনির হোসেন মনি (৫০) নামের এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। মনির হোসেন তেকাটিয়া গ্রামের করিম শেখের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে তেকাটিয়া গ্রামে মনির তার নিজের মৎস্য ঘেরে শুয়ে ছিলেন। ঝড়-বৃষ্টির পর সে বাড়ি না আসায় তার পরিবারের লোকজন তাকে ঘেরের বাসায় ডাকতে গিয়ে ঘরটির পুড়ে গেছে দেখতে পায়। 

এ সময় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

মন্তব্যসাতদিনের সেরা