kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

রংধনু'র উদ্যোগে

নজরুল জয়ন্তীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ২১:৩১ | পড়া যাবে ১ মিনিটেনজরুল জয়ন্তীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'রংধনু' কর্তৃক সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই ঈদবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাহাবুদ্দিন, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর আল জাবির, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান, উপ-পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল অন্যতম।

মন্তব্যসাতদিনের সেরা