kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে নোবিপ্রবি উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে নোবিপ্রবি উপাচার্য

ছবি: কালের কণ্ঠ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজসমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন। 

শুক্রবার জুমার নামাজের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ, মেডিক্যাল সেন্টার এবং তৃতীয় একাডেমিক ভবন পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে যান।

এ সময় তিনি নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক কাজের খোঁজ-খবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা