kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

ফেঞ্চুগঞ্জে আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেট অফিস   

২৪ মে, ২০১৯ ২৩:২৮ | পড়া যাবে ১ মিনিটেফেঞ্চুগঞ্জে আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও পানিতে ডুবে মাহফুজা বেগম (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। মাহফুজা উপজেলার দিনপুর গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে। এর আগে সোমবার একই গ্রামের দুটি শিশু পানিতে ডুবে মারা যায়।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে মাহফুজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী রত্না নদীতে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

মন্তব্যসাতদিনের সেরা