kalerkantho

রবিবার । ২৬ জানুয়ারি ২০২০। ১২ মাঘ ১৪২৬। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১     

চাঁদপুরে ২৪০টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ২২,৪৬৫ প্রতিযোগী

চাঁদপুর প্রতিনিধি   

২৪ মে, ২০১৯ ০৯:৪০ | পড়া যাবে ২ মিনিটেচাঁদপুরে ২৪০টি সহকারী শিক্ষক পদের  বিপরীতে ২২,৪৬৫ প্রতিযোগী

চাঁদপুরে ২৪০টি সহকারী শিক্ষক পদের বিপরিতে লিখিত পরীক্ষায় অংশ নেবে ২২ হাজার ৪৬৫ জন প্রতিযোগী। আজ শুক্রবার জেলা শহর ও আশপাশের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও প্রশাসন সর ধরণের প্রস্তুতি নিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে আসনবিন্যাসের মাধ্যমে ঘন্টাব্যাপী এই পরীক্ষায়  অংশ নিচ্ছেন ২২ হাজার ৪৬৫ জন প্রার্থী। এ জন্য জেলা শহর ও তার আশপাশের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৪টি কক্ষে লিখিত পরীক্ষা হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিয়োগ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আরো তথ্য জানতে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার তার মুঠোফোনে কল করা হয়। কিন্তু তিনি তার মুঠোফোনের সংযোগ কেটে দেন।

প্রসঙ্গত, গত বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের 
২৪০টি শুন্য পদে আবেদন চাওয়া হয়। ওই সময় ২২ হাজার ৪৬৫ জনের মতো বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করেন।

মন্তব্যসাতদিনের সেরা