kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান আমিরাত স্বেচ্ছাসেবক লীগের

আমিরাত প্রতিনিধি   

২৪ মে, ২০১৯ ০৪:০৬ | পড়া যাবে ২ মিনিটেপ্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান আমিরাত স্বেচ্ছাসেবক লীগের

আওয়ামী লীগে নবাগত হাইব্রিড নেতার আগমনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর দলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন হচ্ছে না বলে গ্রুপিং সৃষ্টি হয়ে নতুন নতুন সংগঠন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন আমিরাতের আওয়ামী ঘরনাসহ স্বেচ্ছাসেবক লীগের নেতারা। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তারা এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার আবুধাবির জাফরি হোটেল হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান আহমেদ সোহাগ।

সংগঠনের সাধারণ সম্পাদক তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন আমিরাত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী ফাহাদ। বিশেষ অতিথি ছিলেন প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাতের সহসভাপতি এস এম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আজিজুল হক, পটিয়া সমিতির সসভাপতি বেলায়েত হোসেন হিরু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আমিরাতের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সেকান্দর হোসেন খোকন, মোহাম্মদ জামাল উদ্দিন, ছরোয়ার আলম প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন জাকির হোসেন, মিজানুর রহমান, ফয়সাল আহমদ, মুনীরুজ্জামান, মোহাম্মদ বেলাল প্রমুখ। শেষে মোনাজাতে দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ দোয়া করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা