kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

শিক্ষার্থীকে ভুল ইনজেকশন : মামলা দায়ের, মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৩ মে, ২০১৯ ১৮:৫০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষার্থীকে ভুল ইনজেকশন : মামলা দায়ের, মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নিকে নার্সের ভুল ইনজেকশন পুশ করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। এ ঘটনায় ডাক্তার ও দুই নার্সকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন  করে। এসময় ডাক্তারসহ দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, শেখ তারেক, আঞ্জু মনোয়ারা, অর্নি খান বক্তব্য রাখেন।  

এসময় বক্তারা চার দফা দাবী তুলে ধরে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানায়। তা’না হলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন।

প্রসঙ্গত, পিত্ত থলির পাথর জনিত কারণে মুন্নিকে ডাক্তার তপন কুমার মণ্ডলের কাছে দেখানো হয়। গত মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় ওই শিক্ষার্থীর অপারেশন করার দিন ধার্য ছিল। ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের নার্স ওই ছাত্রীকে গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অজ্ঞান করার ইনজেকশন দিলে ওই শিক্ষার্থী জ্ঞান হরিয়ে ফেলেন। পরে তাকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর চাচা জাকির হোসেন বিশ্বাস বাদি হয়ে ডাঃ তপন কুমার মন্ডল, নার্স শাহানাজ ও কুহেলিকাকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। 

মন্তব্যসাতদিনের সেরা