kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

হাবিপ্রবিতে আবারো কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি

দিনাজপুর প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ১৬:৫৯ | পড়া যাবে ২ মিনিটেহাবিপ্রবিতে আবারো কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে হাবিপ্রবিতে তৃতীয় বারের মতো কম্পিউটার ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল।

মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পরপরই ড. ওয়াজেদ মিয়া ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ২০১ নাম্বার রুম থেকে ১৩টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয়। এর আগে ১৭ এপ্রিল রাতে একই অনুষদের ৫টি কম্পিউটারের যন্ত্রাংশ ও ৩টি কম্পিউটার এবং একপি প্রজেক্টর চুরি হয়ে যায়।

এ নিয়ে অনুষদের চেয়ারম্যান আদিবা মাহ্জাবিন নিতু বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য ঢাকায় রিজেন্ট বোর্ডের মিটিংয়ে থাকায় এখন তদন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি।

এর আগে ২০১৭ সালের ৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ল্যাবরেটরি থেকে ৩৯টি এবং বিভাগীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে একটি কম্পিউটারের যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এসব কম্পিউটারগুলো থেকে প্রসেসর, হার্ডডিস্ক ও র‌্যামসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করা হয়। এ ঘটনায় সে সময় একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তে রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা