kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

এতিম শিশুদের সঙ্গে নোবিপ্রবি শুভসংঘের ইফতার মাহফিল

নোবিপ্রবি প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ২১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেএতিম শিশুদের সঙ্গে নোবিপ্রবি শুভসংঘের ইফতার মাহফিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে কালের কণ্ঠ  শুভসংঘ, নোবিপ্রবি শাখার আয়োজনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠ শুভসংঘ, নোবিপ্রবি শাখার সভাপতি নাসেরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ, নোবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেলিম হোসেন এবং শুভসংঘ, নোবিপ্রবি শাখার অন্যতম উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইউসুফ মিঞা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও শুভসংঘ নোবিপ্রবি শাখার উপদেষ্টা জনার শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মাজনুর রহমান, শুভসংঘ নোবিপ্রবি শাখার সহ-সভাপতি মো. জাহিদুল সৌরভ, কার্যনির্বাহী সদস্য জাবির আল হাসান বিপ্লব, সদস্য মো. জাহিদুল ইসলাম এবং আমন্ত্রিত এতিম শিশুরা।

ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা